রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদা পারভীনের মরদেহ শহীদ মিনার প্রাঙ্গণে নেয়া হলে সর্বস্তরের মানুষ তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। এদিকে সঙ্গীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে শোক প্রকাশ করছেন শোবিজ অঙ্গনের তারকারা। সুপারস্টার শাকিব খান সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। ফেসবুক পেজের স্টোরিতে তিনি লিখেছেন, লোকসংগীতের দেশবরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার কণ্ঠে ছিল বাংলার মাটি, মানুষের আত্মা ও সংস্কৃতির স্পন্দন। তিনি আমাদের লালনগীতি, নজরুলসংগীত ও দেশাত্মবোধক গানের এক উজ্জ্বল দীপ্তি ছিলেন। তার অনন্য সাধনা ও সুরের ছোঁয়া চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে। কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, তার প্রয়াণে দেশের সংগীতাঙ্গন এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো। সঙ্গীতশিল্পী...