জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি এবং কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ কথা বলেন তিনি। গত ১২ ফেব্রুয়ারি ঐকমত্য কমিশন গঠন করা হয়। গত ১২ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কমিশনের মেয়াদ বাড়ানো হয়। সেই হিসেবে আগামীকাল কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা। বৈঠকে আখতার হোসেন বলেন, ঐকমত্য কমিশন দীর্ঘ সময় ধরে আলোচনা করেছে, আমরা প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এখন বাস্তবায়নের বিষয় চূড়ান্ত হওয়ার পালা। আমরা ঐকমত্য কমিশনের সভাপতি স্যারের কাছে বিনীত অনুরোধ করবো, আমাদের আলোচনা প্রায় গুছিয়ে নিয়ে এসেছি। কমিশনের সময় প্রায় শেষের দিকে। কমিশন আরও কিছুদিন সময় যদি পায় সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আলাপ-আলোচনার মধ্যদিয়ে কমিশনের...