টাইফয়েডের টিকা নিতে দেড় মাসে প্রায় ৮৯ লাখ ২৭ হাজার শিশুর নিবন্ধন করার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে প্রথমবারের মতো সরকারিভাবে ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত বয়সী প্রায় ৫ কোটি শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর থেকে দেশজুড়ে শুরু হবে এ টিকাদান কর্মসূচি, যার নিবন্ধন শুরু হয় দেড় মাস আগে। নিবন্ধন প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। রোববার ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এসে কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফর। টিকার নিবন্ধন লক্ষ্যমাত্রা অনুযায়ী হচ্ছে কিনা, এমন প্রশ্নে মো. আবু জাফর বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের লক্ষ্যমাত্রা অনুযায়ী নিবন্ধন বাড়াতে কাজ করছেন তারা। পাশাপাশি স্বতঃস্ফুর্তভাবে নিবন্ধন করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মহাপরিচালক বলেন, “আমাদের টার্গেট প্রায় ৫ কোটি। নিবন্ধন পর্যাপ্ত না হলে আমরা আলাপ করে পরবর্তীতে...