নিউক্লিয়ার ফিউশন খুব শিগগিরই বিশ্বে শক্তির চাহিদা মেটাবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রধান। যুক্তরাষ্ট্রের এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট বলেছেন, “বিশ্বে জলবায়ুর উষ্ণায়ন নিয়ে এত বেশি চিন্তা করার দরকার নেই। কারণ আগামী পাঁচ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এমন প্রযুক্তি তৈরি করবে, যার মাধ্যমে আমরা নিউক্লিয়ার ফিউশন থেকে শক্তি পাব। সূর্যসহ বিভিন্ন তারায় একই পদ্ধতিতে শক্তি তৈরি হয়।” রাইট আশা করছেন, আগামী আট থেকে ১৫ বছরের মধ্যে বিশ্বের বিভিন্ন বিদ্যুৎ গ্রিডে শক্তি সরবরাহ কররবে এ প্রযুক্তি, যা খুব দ্রুত গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর বড় এক কারণে পরিণত হবে। তার এমন দাবিতে এ প্রযুক্তিতে আগ্রহ থাকা মানুষজনও অবাক হত পারেন বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। পরমাণু যখন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে শক্তি ছাড়ে তখন সেই শক্তি কাজে লাগিয়ে কম কার্বনওয়ারা...