সিনেমার খল অভিনেতাদের অনেক দর্শকই মনে করেন তারা বুঝি বাস্তব জীবনেরও খারাপ মানুষ। ফলে তাদের বিপত্তির শেষ নেই। চলচ্চিত্রের পর্দার কোনো কোনো খল চরিত্র দর্শকদের হৃদয়ে এতটাই দাগ কাটে যে সেই চরিত্র থেকে দর্শকেরা বের হতে পারেন না। প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখতে বসে দর্শকেরা খল অভিনেতাদের বাজে ভাষায় গালাগাল করেন। শুধু তাই নয়, সরাসরি দেখা হলে সেইসব অভিনেতা-অভিনেত্রীদের উত্ত্যক্ত করতেও ছাড়েন না। ঢাকাই সিনেমার খল অভিনেতা সাদেক বাচ্চুর জীবনেও সত্তরের দশকে এমন ঘটনা ঘটেছিল। একবার দর্শক তার দিকে পাথর নিক্ষেপ করেছিলেন। আজ (১৪ সেপ্টেম্ব) জনপ্রিয় এ খল অভিনেতার মৃত্যুবার্ষিকীতে সেই গল্পটি জেনে নেয়া যাক। সাদেক বাচ্চু একটি ধারাবাহিক নাটকে রাজাকারের চরিত্রে অভিনয় করে খুব আলোচিত হয়েছিলেন। দর্শকমহলে তুমুল আলোচিত সেই নাটকের এক দৃশ্যে একজনকে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে খুন করেন সাদেক...