রাশিয়ার অন্যতম তেল শোধনাগারে বড় ধরনের আক্রমণ চালিয়েছে ইউক্রেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে অন্তত ৩৬১টি ড্রোন হামলা চালানো হয়েছে। এর ফলে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের বিশাল কিরিশি তেল শোধনাগারে অল্প সময়ের জন্য অগ্নিকাণ্ড ঘটে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা। ব্রিটিশবার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ সংঘাত কীভাবে শেষ করা যায় তা নিয়ে যখন বড় শক্তিগুলো আলোচনা করছে, তখন ড্রোন যুদ্ধ আরও তীব্র হয়েছে। ন্যাটো সদস্য পোল্যান্ডে রুশ ড্রোন ভূপাতিত হয়েছে এবং ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগার ও পাইপলাইনের ওপর আক্রমণ চালাচ্ছে। অথচ রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত ৩৬১টি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে চারটি নির্দেশিত আকাশ বোমা এবং একটি মার্কিন নির্মিত হিমার্স...