চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে অভিনেত্রীকে ভাটারা থানার জুলাইয়ে হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের দুইদিন পর গত ২০ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। হত্যা মামলায় জামিনের প্রায় চার মাস পর অবশেষে গ্রেপ্তার ইস্যুতে মুখ খুললেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়া গত মে মাসে গ্রেপ্তারের প্রায় চার মাস চুপ থাকার পর অবশেষে মুখ খুলেছেন তিনি। জীবনের অভিজ্ঞতা ভেতর থেকে বদলে দিয়েছে, শিখিয়েছে জীবনের অনিশ্চয়তা আর মানসিক দৃঢ়তার পাঠ। সম্প্রতি নিউইয়ার্ক থেকে প্রচারিত বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ঠিকানায় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামে শোয়ে এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি বলেন, এরকম কিছু হবে আশা করেনি। কখনও দুঃস্বপ্নেও...