আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় আসরের মাঠের লড়াই শুরু হলো আজ (রোববার)। তবে উদ্বোধনী দিনে দুটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ পরিত্যক্ত এবং অন্যটি নেমে আসে পাঁচ ওভারে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হয় রাজশাহী বিভাগ ও ঢাকা মেট্রো। বৃষ্টির কারণে প্রায় তিন ঘণ্টা বিলম্বে শুরু হওয়া ম্যাচটি পরবর্তীতে পাঁচ ওভারে নামিয়ে আনা হয়। টসে জিতে বোলিং নেয় ঢাকা মেট্রো। প্রথমে ব্যাট করে রাজশাহী। সাব্বির রহমান ঝোড়ো ১৫ বলে ৩৩ রান করেন, যার ওপর ভর করে দলটি পায় ৬০ রানের লড়াইযোগ্য সংগ্রহ। তবে রান তাড়ায় দুর্দান্ত ব্যাটিং করেন ঢাকা মেট্রোর মাহফিজুল ইসলাম রবিন। শেষ ৬ বলে যখন ১০ রান দরকার, তখন রাজশাহীর বোলার নাহিদ রানা’র বিপক্ষে পরপর দুই বলে দুটি চার হাঁকিয়ে সমীকরণ সহজ করে দেন রবিন। পরের বলে...