এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর শুরু হলো আজ। দেশের দ্বিতীয় সেরা এই টুর্নামেন্ট নিয়ে আলোচনার কোনো কমতি ছিল না। আয়োজনও ছিল বেশ গোছাল। কিন্তু বেরসিক বৃষ্টি সেই আয়োজনকে মাটি করে দিল। যদিও ম্যাচের ফলাফল বের হয়েছে কিন্তু ২০ ওভারের খেলার সেই আনন্দ হয়নি। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) রাজশাহীতে এনসিএল টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজশাহী বিভাগ আর ঢাকা মেট্রো। বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচ নেমে আসে মাত্র ৫ ওভারে। সেখানে অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটের স্বাদ পাওয়া গেছে। আগে ব্যাট করে তিন উইকেটে ৬০ রান করে রাজশাহী। জবাবে ৪.৩ ওভারে তিন উইকেট হারিয়েই ঢাকা মেট্রো লক্ষ্যে পৌঁছে যায়। টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৪ রান তুলতেই তিন উইকেট হারায় রাজশাহী। হাবিবুর রহমান সোহান ২, সাব্বির হোসেন ফেরেন ৪ রান করে। অধিনায়ক নাজমুল...