এক বছরেরও বেশি সময় পর আবার মুখোমুখি ভারত-পাকিস্তান। বদলে গেছে অনেক কিছু। রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত টি-টোয়েন্টিতে ৮৫ শতাংশ ম্যাচ জিতে উঠেছে ভয়ঙ্কর এক দলে। অপরদিকে, বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান নতুন রূপে হাজির হয়েছে। বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান আর নেই, এখন নেতৃত্বে সালমান আলি আগা। রবিবারের হাই-ভোল্টেজ দ্বৈরথে নজর কাড়তে পারে এমন পাঁচটি ম্যাচ-আপ— প্রথমবারের মতো ভারতীয় সহ-অধিনায়ক ও পাকিস্তানের পেস সেনানী মুখোমুখি হচ্ছেন টি-টোয়েন্টিতে। শাহীন ইনসুইং ডেলিভারিতে ভয়ঙ্কর, বিশেষ করে শুরুতে ডানহাতি ব্যাটারের সামান্য ভুলের সুযোগ নিয়ে নেন সহজেই। তবে গিলের রেকর্ডও মন্দ নয়। ১৫ টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের বিপক্ষে ৯২ বল খেলে করেছেন ১৫৭ রান, স্ট্রাইক রেট ১৭০’র ওপরে। মাত্র দুইবার আউট হয়েছেন। কিন্তু শাহীনের বিপক্ষে চ্যালেঞ্জ হবে ভিন্ন মাত্রার। পাকিস্তানি...