দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে, যা এ বছর এক দিনের নিরিখে সর্বোচ্চ রোগী। এর আগে গত ১০ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২৫ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৯১ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। তাতে এ বছর এই রোগে মোট ১৫০ জন মারা গেলেন। মৃতদের মধ্যে দুজন ঢাকার ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারা সবাই নারী। তাদের একজন ১৪ বছর বয়সী, একজন ৩৬ বছর বয়সী এবং আরেকজন ৩৮ বছর বয়সী। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এ ছাড়া জানুয়ারিতে ১০...