বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যাত্রা শুরু হয় ১৯৭৭ সালে। এর পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন হয়েছে মোট তিনবার। এর মধ্যে দু’বার দলীয় প্যানেল ঘোষণা করে শিবির অংশ নিলেও উল্লেখযোগ্য কোনো সাফল্য পায়নি সংগঠনটি। কেন্দ্রীয় সংসদের কোনো পদে জয় না পেলেও শহীদ শামসুজ্জোহা হলসহ কয়েকটি হলে জয়ের অভিজ্ঞতা রয়েছে তাদের।এমন প্রেক্ষাপটে দীর্ঘ তিন দশক পর নতুন ইতিহাস লেখার স্বপ্ন নিয়ে রাকসু নির্বাচনে আবারও অংশ নিচ্ছে শিবির। এবার তারা ঘোষণা করেছে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ নামের একটি অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ প্যানেল। এই প্যানেলে রাখা হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক, আন্দোলনে আহত শিক্ষার্থী, সংখ্যালঘু প্রতিনিধি, নারী প্রার্থী এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির শিক্ষার্থীদের।প্যানেল ঘোষণার তালিকায় সহসভাপতি (ভিপি) পদে রয়েছেন শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হচ্ছেন বৈষম্যবিরোধী...