আত্মবিশ্বাসে ভরপুর তিনটি সিরিজ জয়ের পর এশিয়া কাপে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে সূচনা আশাব্যঞ্জক হলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের হারে ভেঙে পড়েছে সেই ছন্দ। শ্রীলঙ্কার বিপক্ষে শনিবারের ব্যাটিং বিপর্যয়ে শুরুতেই ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত জাকের আলি আর শামীম হোসেনের জুটি লড়াই চালিয়ে দলকে দাঁড় করায় ১৪০ রানের লক্ষ্যে। তবে সেটি শ্রীলঙ্কার ব্যাটারদের জন্য কোনো বড় চ্যালেঞ্জ হয়ে ওঠেনি। সহজেই জয় তুলে নেয় লঙ্কানরা।আরো পড়ুন:আজ মুখোমুখি ভারত-পাকিস্তান: আবেগ, রাজনীতি আর ক্রিকেটের অঘোষিত মহাযুদ্ধশ্রীলঙ্কার কাছে ধরাশায়ী বাংলাদেশ আজ মুখোমুখি ভারত-পাকিস্তান: আবেগ, রাজনীতি আর ক্রিকেটের অঘোষিত মহাযুদ্ধ ফলে দুই ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে লিটন দাস-মোস্তাফিজরা। সমান পয়েন্ট থাকলেও নেট রানরেটে এগিয়ে আফগানিস্তান...