গত সপ্তাহে দোহায় চালানো ইসরায়েলের হামলার জবাব নিয়ে আলোচনা করতে কাতারে সম্মেলনে অংশ নিচ্ছেন উপসাগরীয় ও আশপাশের মুসলিম দেশের নেতারা। হামাসের নেতৃত্বকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল বলে ইসরায়েল দাবি করেছিল। তবে এর প্রভাব সমগ্র মধ্যপ্রাচ্য ও এর বাইরেও ছড়িয়ে পড়েছে। হামাস সদস্যরা যখন দোহায় তাদের কার্যালয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত একটি চুক্তি নিয়ে আলোচনায় বসেছিলেন ঠিক তখনই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েল। আলোচনার টেবিলে থাকা চুক্তিটি মূলত দুই বছর ধরে গাজায় চালানো গণহত্যামূলক যুদ্ধের অবসান ঘটানোর উদ্যোগ ছিল। হামলার কয়েক ঘণ্টা আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সাআর দাবি করেছিলেন, ইসরায়েল ট্রাম্পের প্রস্তাব গ্রহণ করেছে। ওই প্রস্তাব অনুযায়ী, গাজায় হামাসের হাতে থাকা ৪৮ জন বন্দী মুক্তি পাবে বিনিময়ে ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তির শর্তে এবং যুদ্ধবিরতি কার্যকর হবে। ইসরায়েলের...