মিয়ানমারের রাখাইনে দুই বেসরকারি স্কুলে বিমান হামলায় অন্তত ১৯ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২২ জন। মিয়ানমার সামরিক বাহিনী এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গতকাল শনিবার এএ এক বিবৃতিতে জানায়, শুক্রবার স্থানীয় সময় দিবাগত রাতে কিয়াকটাও শহরে দুটি বোর্ডিং স্কুলে বিমান হামলা হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। হামলার ঘটনায় জান্তা বাহিনীকে দায়ী করে গোষ্ঠীটি। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হামলার সময় শিক্ষার্থীরা ঘুমন্ত অবস্থায় ছিল। সেই সময় জান্তার একটি...