দুঃসময় কখনো পূর্বাভাস দিয়ে আসে না। কিন্তু সেই দুঃসময়ই মানুষকে দৃঢ় করে তোলে—এমন অভিজ্ঞতার গল্প শোনালেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে এ অভিনেত্রী বলেন—“পরিস্থিতি মানুষকে বড় করে।” একটি হত্যাচেষ্টা মামলায় গত মে মাসে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। দুইদিন কারাগারে থাকার পর ছাড়া পান তিনি। এরপর কেটে গেছে প্রায় চার মাস। ওই বিষয়ে আর কোনো কথা বলেননি। তবে সম্প্রতি যুক্তিরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রচারিত ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শো-তে অতিথি হিসেবে উপস্থিত হন নুসরাত ফারিয়া।আরো পড়ুন:বিয়ে ভাঙার পর হতাশা কাটাতে ওষুধ খেতেন নুসরাত ফারিয়া‘ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে আমরা যদি একটু থামতাম, একটু ভাবতাম’ বিয়ে ভাঙার পর হতাশা কাটাতে ওষুধ খেতেন নুসরাত ফারিয়া ‘ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে আমরা যদি একটু...