পাকিস্তান দলের কোচ মাইক হেসন সম্প্রতি দাবি করেছিলেন, তাদের স্পিনার মোহাম্মদ নওয়াজই বিশ্বের সেরা। এশিয়া কাপ ২০২৫–এ ভারত-পাকিস্তান ম্যাচের আগে দেওয়া এই মন্তব্যে অনেক সমর্থক ও বিশেষজ্ঞই বিস্মিত হন।এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলীকে প্রশ্ন করা হয়, পাকিস্তান কোচ বলেছেন তাদের দলে বিশ্বের সেরা স্পিনার আছেন। গাঙ্গুলি পাল্টা জিজ্ঞেস করেন, ‘সেই স্পিনার আবার কে?’ সাংবাদিক যখন জানান যে তিনি মোহাম্মদ নওয়াজ, তখন গাঙ্গুলীর সোজাসাপ্টা মন্তব্য, ‘ঠিক আছে, তাহলে এবার ওই স্পিনারকেই প্রমাণ করতে হবে যে তার কোচের মাথা খারাপ হয়ে যায়নি। ’ গাঙ্গুলি বলেন, দুই দলের মানের মধ্যে কোনো তুলনাই চলে না। পাকিস্তান দলের মান অনেকটাই কমে গেছে। তিনি মনে করিয়ে দেন, একসময় পাকিস্তানে খেলেছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস,...