সপ্তাহের প্রথম কার্যদিবসেই সূচক কমেছে দেশের দুই শেয়ারবাজারে। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৫৫ দশমিক ৪৩ পয়েন্ট। লেনদেনও কমেছে ৪৬ কোটি টাকা। অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৬৭টি প্রতিষ্ঠানের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ১৬২ দশমিক ৭৭ পয়েন্ট। রোববার দিনের শুরুতে ইতিবাচক ছিল ঢাকার শেয়ারবাজার। প্রথম ২৫ মিনিটে প্রধান সূচক বাড়ে ৩০ পয়েন্ট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের পতন। দিনশেষে ডিএসইএক্স সূচক ৫৫ দশমিক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৬৮ পয়েন্টে। মূল্যসূচকের সঙ্গে লেনদেনও কমেছে ডিএসইতে। রোববার লেনদেন হয়েছে ৭৩২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। এতে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৪৬ কোটি টাকা। হাতবদলে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের...