ঢাকা : রাজ কাপুর ছিলেন একেবারেই পারফেকশনিস্ট। যেমনটি ভেবেছেন, তেমনটি না হলে, তাঁর রাগ ছিল দেখার মতো। রাজ কাপুরের এমনই রাগ, দেখেছিলেন অভিনেত্রী জিনাত আমান। সবার সামনে রাজ কাপুর এমন ব্যবহার করেছিলেন যে, ভয়ে একেবারে কাদা হয়ে গিয়ে ছিলেন বলিউড বোমসেল জিনাত।১৯৭৮ সালে মুক্তি পায় বলিউডের অন্যতম সাহসী ছবি সত্যম শিবম সুন্দরম। এই ছবি বক্স অফিসে ঝড় তোলার সঙ্গে সঙ্গে বিতর্কও তুলেছিল। অনেকেই খোলামেলা পোশাকে জিনাত আমানের শিব আরাধনাকে মেনে নিতে পারেননি। তবে এই বিতর্কিত দৃশ্য শুটিং করতে গিয়েই চোখের জলে ভেসে ছিলেন জিনত।এক পডকাস্টে সাক্ষাৎকার দিতে গিয়ে জিনাত জানান, সত্যম শিবম সুন্দরম আমার করা সবচেয়ে কঠিন সিনেমা। তখন আমি ইন্ডাস্ট্রিতে নতুন। এমনিতেই একটু ভয়ে ভয়ে থাকতাম। তার উপর জানতে পারলাম, এই ছবিতে বেশ কিছু বোল্ড দৃশ্য রয়েছে। তাই টেনশনটা...