১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন ঘিরে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হচ্ছে আজ রবিবার (১৪ সেপ্টেম্বর)। এবারের নির্বাচনে মোট ১১টি প্যানেল ভোটযুদ্ধে নামছে, যার মধ্যে আলোচনায় শীর্ষে রয়েছে শিবির–ছাত্রদলসহ ৬টি প্যানেল। তফসিল অনুযায়ী, রাকসুর কেন্দ্রীয় ২৩টি পদে ৩৯৫টি, সিনেটের ৫টি পদে ৮৪টি এবং ১৭টি হলে হল সংসদের ৭৫৪টি মনোনয়নপত্র জমা পড়েছে। প্রার্থিতা যাচাই–বাছাই ও প্রত্যাহারের পর আজ প্রকাশিত হচ্ছে চূড়ান্ত তালিকা। এর মধ্য দিয়েই শুরু হলো আনুষ্ঠানিক প্রচার। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, “মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়েছে। আজ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীরা নিজ নিজ জায়গা থেকে আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন।” এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ৬টি প্যানেল:...