আইভি গাছ শহরে কংক্রিটের দেয়াল আর তপ্ত ছাদে শীতলতার পরশ নিয়ে আসে। এই আরোহী লতানো গাছটির বৈশিষ্ট্য হলো, যেখানেই এটি জায়গা পায়, সেখানেই নিজের শিকড় দিয়ে আঁকড়ে ধরে সবুজের আবরণ তৈরি করে। একঘেয়ে ইট-সিমেন্টের দেয়াল মুহূর্তেই ঢেকে যায় প্রাণবন্ত সবুজে। শুধু সৌন্দর্যই নয়, আইভি গাছ পরিবেশ, স্বাস্থ্য ও মানসিক প্রশান্তির জন্যও বিশেষ অবদান রাখে। আইভি গাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর মানিয়ে নেওয়ার ক্ষমতা। এটি টবে, ছাদে কিংবা মাটিতে সব জায়গাতেই সহজে বেড়ে ওঠে। অল্প যত্ন পেলেই গাছ দ্রুত বিস্তার লাভ করে। নিয়মিত পানি দেওয়া, পর্যাপ্ত আলো পাওয়া আর মাঝে মাঝে ছাঁটাই...এই তিনটি কাজই এর যত্নের মূল চাবিকাঠি। যাদের হাতে বাগান করার সময় নেই, তারাও অনায়াসে আইভি চাষ করতে পারেন। শহরের উঁচু ভবন বা অফিস বিল্ডিংয়ের বাইরের দেয়ালে হরহামেশাই চোখে...