স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেছেন, আগামী ১২ অক্টোবর থেকে সারা দেশে ৪ কোটি ৯০ লাখ শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিজি অধ্যাপক ডা. মো. আবু জাফর। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বাজারে টাইফয়েডের কিছু টিকা রয়েছে। কিন্তু, এই টিকা অনেক উন্নতমানের এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত। অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, আগামী ১২ অক্টোবর থেকে পরবর্তী ১০ দিন ঢাকাসহ সারা দেশের জেলা-উপজেলা পর্যায়ের স্কুল কলেজে টিকা দান কার্যক্রম চলবে। পরবর্তীতে ১ নভেম্বর থেকে পরবর্তী ১০ দিন ইউনিয়ন পর্যায়ে সেন্টারগুলো থেকে টিকা দেওয়া হবে। গত ১ আগস্ট থেকে সারা দেশে স্কুল-কলেজগুলোতে এ বিষয়ে রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে।www.vexepi.gov.bdএই ওয়েবসাইটে জন্ম নিবন্ধন...