১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম এশিয়া কাপে উন্মাদনার ভারত-পাকিস্তান দ্বৈরথ আজ। চিরবৈরী রাজনৈতিক কারণে এখন কেবল আইসিসি আর এসিসির টুর্নামেন্টেই দেখা হচ্ছে দুই পরাশক্তির। ফলে পরিসংখ্যান ছাপিয়ে পরিবেশটাই হয়ে উঠছে বড় ইস্যু। অন্যদিকে, ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানে বাংলাদেশেও অন্যরকম এক উত্তেজনা। ক্রিকেটপ্রেমীদের কাছে এই ম্যাচ যেন একটি উৎসব। পাকিস্তান দল বা কোনো খেলোয়াড়কে যারা পছন্দ করেন, সেই সাখে ভারতীয় আধিপত্যবাদ যারা ঘৃণা করেন, তাদের কাছে পাক-ভারত ম্যাচ সবসময়ই আলাদা গুরুত্ব বহন করে। বাংলাদেশে ২৪ এর নজিরবিহীন গণঅভ্যুত্থানে ভারতীয় লেজুড়বৃত্তিক দল ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে ছাত্র-জনতা। খুনি হাসিনার সাথে সাথে এদেশ থেকে উৎখাত হয়েছে ভারতীয় আধিপত্যবাদও। প্রতিবেশী দেশটির আগ্রাসনকে যারা ঘৃণা করেন তাদের মাঝে নতুন একটি উম্মাদনা তৈরি করেছে আজকের এই ম্যাচটি। সংযুক্ত...