ঢাকা: নেপালে চলতি সপ্তাহে দুর্নীতিবিরোধী সহিংস বিক্ষোভে অন্তত ৭২ জন নিহত হয়েছেন। রবিবার দেশটির সরকার এই তথ্য জানিয়েছে। একই সময়ে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে একটি নতুন অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।নেপালের প্রধান সচিব একনারায়ণ আরিয়াল এক বিবৃতিতে জানান, বিক্ষোভে ৭২ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৯১ জন চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিধিনিষেধ, দুর্নীতি এবং দুর্বল শাসনব্যবস্থার বিরুদ্ধে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। পুলিশের দমন-পীড়নের মুখে তা রূপ নেয় সহিংসতায়।সরকার পতনের পর পরিস্থিতি ক্রমেই আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নিহতদের বেশিরভাগই নাগরিক, যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন বলে দাবি করেছে স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো।পরিস্থিতি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আরো ভয়াবহ রূপ নেয়। ক্ষুব্ধ জনতা সংসদ ভবনে আগুন ধরিয়ে দেয়। এরপরই প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ...