বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মহারণ। এই ম্যাচের দিকে তাকিয়ে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে ভারতকেই ফেবারিট মনে করছেন বেশির ভাগ ক্রিকেটবোদ্ধা। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক ভারতকে হারানোর ৫টি ‘ফর্মুলা’দিয়েছেন। শোয়েব মালিক মনে করেন, শুরুতেই বল হাতে যদি ঝড় তুলতে পারেন পাকিস্তানি পেসাররা, তাহলে বদলে যেতে পারে ম্যাচের হিসাব। পাকিস্তানের একটি টেলিভিশনে এ ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে মালিক বলেছেন, ‘টসের ভাগ্য তো কারও হাতে নেই। তবে পাকিস্তানের সেরা সুযোগ তখনই আসবে, যদি তারা ভারতের শুরুর দিকে তিন-চারজন ব্যাটসম্যানকে দ্রুত ফেরাতে পারে। কম রানে ভারতকে আটকে দিতে পারলেই খেলাটা অন্য রকম হবে।’ শোয়েব মালিক বলেছেন, ‘এভাবে খেলতে পারলে ভারতের রান ১৫০-১৬০-এর মধ্যে নামিয়ে আনা সম্ভব। আমার মতে,...