এশিয়া কাপে সুপার ফোরের পথ খোলা রাখতে লঙ্কানদের বিপক্ষে জয় দরকার ছিল। যদিও সেখানে এসেই ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। বাংলাদেশের দেওয়া ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রীতিমতো উড়ন্ত জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। গ্রুপ বি থেকে ২ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে রয়েছে বাংলাদেশ। গ্রুপ থেকে টেবিলের শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে। ১ নম্বরে থাকা আফগানিস্তান এবং ২ নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্টও ২, তবে নেট রানরেটে তারা বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে আছে। দ্বিতীয় রাউন্ডে যেতে পরের ম্যাচে আফগানদের হারাতেই হবে বাংলাদেশকে। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কাও যেন আফগানিস্তানের বিপক্ষে জিতে যায়। তখন আফগানরা খেলা শেষ করবে ২ পয়েন্ট নিয়ে। ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশ এবং ৬ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা কাটবে সুপার ফোরের টিকিট।...