কর্পোরেট ডেস্ক: ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) এর নিকট দাখিলকৃত নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন ভেরিফিকেশন বিষয়ে রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) একটি সমঝোতা স্মারক করেছে। ড. মোঃ সাজ্জাদ হোসেন ভূইয়া, চেয়ারম্যান, ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) এবং এনকেএ মবিন এফসিএ, প্রেসিডেন্ট, দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় আইসিএবি’র সহ-সভাপতি, কাউন্সিল মেম্বার ও এফআরসির উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন (এফআরএ) ২০১৫ এর ৪৫ (৩) ধারা মোতাবেক জনস্বার্থ সংস্থাসমূহ তাদের নিজ নিজ সংস্থার বার্ষিক আর্থিক বিবরণী ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে, এবং জনস্বার্থ সংস্থা কর্তৃক দাখিলকৃত বার্ষিক আর্থিক বিবরণী, নিরীক্ষা প্রতিবেদন সঠিক এবং যথাযথ কিনা তা...