বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, বর্তমান পরিস্থিতি দেশের জন্য ভয়াবহ সংকেত বহন করছে। সম্প্রতি এক টকশোতে তিনি বলেন, অনিয়মিতভাবে ‘মব’ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগ ও মানুষের স্থায়ী বসবাস অনিশ্চিত হয়ে পড়ছে। তিনি অভিযোগ করেন, বছরে তিনশতাধিক মব সংঘটিত হওয়ায় এমন দেশে মেধাবী মানুষও থাকতে চাইছে না। রুমিন ফারহানা জানান, গত কয়েক দশকে বাংলাদেশে ব্যাপক মেধা ও প্রতিভা দেশত্যাগ করেছে। শিক্ষিত মানুষের এক বড় অংশ বিদেশে স্থায়ী হচ্ছে এবং যারা এখনও আছে, তাদেরও পলায়ন করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকারের ভেতর থেকে মব-সৃষ্টির সুবিধা নেওয়ার পরিকল্পনা থাকতে পারে। কারণ সরকারের তৃণমূল পর্যায়ে শক্তিশালী কর্মীচক্র নেই; প্রয়োজনে মব ব্যবহার করে নির্দিষ্ট উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হয়। এই কৌশলের মাধ্যমে শহরের...