খেলায় রাজনীতি টেনে এনে পাকিস্তানের বিপক্ষে খেলতে অনীহা ভারতীয় ক্রিকেটারদের। যে কারণ ২০১৩ সালের পর থেকে বন্ধ হয়ে গেছে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। গত এক যুগ ধরে প্রতিবেশী দুই দল আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্ট ছাড়া মাঠের লড়াইয়ে অংশ নিচ্ছে না। চলছে এশিয়া কাপের ১৭তম আসর। আসরের হাইভোল্টেজ ম্যাচে আজ ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বির দুই দলের ম্যাচ শুরুর আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘একটি বহুপাক্ষিক ইভেন্ট বিবেচনা করে ভারতকে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে। ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করত, তাহলে ভবিষ্যতে অলিম্পিক ও কমনওয়েলথ গেমস আয়োজনের স্বপ্ন ধাক্কা খেত।’ গত ২২ এপ্রিল, দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ের বাইসারান তৃণভূমিতে জঙ্গী হামলা ২৬ জন নিহত হন। সেই ঘটনার কয়েক মাস যেতে না যেতেই ভারত...