রক্তক্ষয়ী জেনজি বিক্ষোভ শেষে, সরকার গঠন নিয়ে অচলাবস্থার অবসান হয়েছে নেপালে। আজ রোববার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুশীলা কার্কি। সিংহদরবারে দায়িত্ব নেওয়ার আগে সকালে তিনি লাইনছউরের শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। দায়িত্ব গ্রহণের দিনই তিনি জেন-জি বিক্ষোভে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি নিহত পরিবারের জন্য ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে। একইসঙ্গে নিহতদের ‘শহীদ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সরকার আরও জানিয়েছে, বিক্ষোভে আহত ১৩৪ জন আন্দোলনকারী ও ৫৭ জন পুলিশ সদস্যের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিক্ষোভকালে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ। সরকারি হিসাবে, বিক্ষোভে এখন পর্যন্ত মোট ৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৯ জন আন্দোলনকারী, ১০ জন বন্দি এবং ৩ জন পুলিশ সদস্য রয়েছেন। রক্তক্ষয়ী...