১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের জন্য টপ অর্ডারের ব্যর্থতাকে দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। আবু ধাবিতে শনিবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শূন্য রানে ২ এবং ৫৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। দুই ওপেনার রানের খাতাই খুলতে পারেননি। তাওহিদ হৃদয় ৮ ও মাহেদি হাসান ৮ রান করে আউট হন। সতীর্থদের ব্যর্থতার মাঝে ৪টি চারে ২৬ বলে ২৮ রানের লড়াকু ইনিংস খেলেছেন লিটন। উইকেটে সেট হয়ে রিভার্স-সুইপ শট খেলে সাজঘরের পথ ধরেন টাইগার দলনেতা। শুরুর ব্যাটিং ব্যর্থতায় ১শর নিচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়লেও ষষ্ঠ উইকেটে জাকের আলি ও শামীম হোসেনের ৬১ বলে ৮৬ রানের রেকর্ড জুটিতে ৫ উইকেটে ১৩৯ রানের লড়াকু পুঁজি পায়...