বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, হাসিনাতন্ত্রের পতন হয়েছে প্রায় এক বছরের অধিককাল; কিন্তু প্রত্যাশিত গণতন্ত্রের উত্তরণের যে বিষয়টি ছিল, সেটি এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। আমরা ১৫ থেকে ১৬ বছরে ৩টি নির্বাচন দেখেছি। তৎকালীন দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছাধীনে তার নির্বাচন কমিশনে এসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যে নির্বাচন কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে তো যায়নি, বরঞ্চ গণতন্ত্রবিনাশী ভূমিকা পালন করেছে।তিনি বলেন, স্বৈরাচারের পতনের পর এখন মানুষ তার পছন্দের প্রার্থী, মার্কা এবং দলের পক্ষে ভোট দিতে চায়। কিন্তু লক্ষণীয় বিষয়—সরকার তার এক বছরের অধিককালেও এই দায়িত্বটি এখনো পালন করতে পারেনি। আবার কোনো কোনো মহল নানান বক্তব্য ও কর্মসূচি দিচ্ছে এবং বলছে, সেটি (বিভিন্ন দাবি-দাওয়া) আগে সম্পূর্ণ করতে হবে। এই দাবি দিয়ে তারা নির্বাচনের বিরোধিতা করছে।শামসুজ্জামান দুদু বলেন, আমি মনে করি- কোনো রাজনৈতিক দল তার...