অমীমাংসিত রহস্য, যা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবী, প্রকৃতি আর মহাবিশ্বের প্রতিটি অজানা বিষয়কে জানার চেষ্টা মানব সভ্যতার শুরু থেকেই। প্রযুক্তি ও বিজ্ঞানের উন্নতির ফলে অগণিত রহস্যের জট খুলেছে, তবুও এমন কিছু ঘটনা রয়ে গেছে, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও ধরা-ছোঁয়ার বাইরে। এই রহস্যগুলো শুধু বিজ্ঞানীদেরই নয়, সাধারণ মানুষকেও ভাবিয়ে তোলে, কৌতূহলের জন্ম দেয়, আবার কখনো ভয়েরও। বিশ্বের অন্যতম আলোচিত রহস্য হলো বারমুডা ট্রায়াঙ্গেল। আটলান্টিক মহাসাগরের এক বিস্তৃত অঞ্চল-মায়ামি, বারমুডা আর পুয়ের্তো রিকো-এই তিন বিন্দুকে যুক্ত করলে যে ত্রিভুজাকার এলাকা তৈরি হয়, তাকেই বারমুডা ট্রায়াঙ্গেল বলা হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এই এলাকায় নাকি অদ্ভুতভাবে জাহাজ ও বিমান হারিয়ে গেছে। ১৯৪৫ সালে মার্কিন নৌবাহিনীর ‘ফ্লাইট ১৯’ নামে পাঁচটি বোম্বার বিমান একসঙ্গে উধাও হয়ে যায়। এরপর থেকে এই অঞ্চলের খ্যাতি ছড়িয়ে...