ঢাকা: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসির বিরুদ্ধে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে ক্ষুণ্ণ করার অভিযোগ তীব্র হয়েছে। ইরান অভিযোগ করেছে, গ্রোসি আইএইএ-কে নিরপেক্ষ ও প্রযুক্তিগত প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার বদলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করছেন।ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামী বলেন, “গ্রোসির ধ্বংসাত্মক ভূমিকা ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে।” তিনি আরও দাবি করেন, গ্রোসি ইরানের শান্তিপূর্ণ কর্মসূচির বিরুদ্ধে অনুমতি ছাড়া তথ্য প্রকাশ এবং অযৌক্তিক অভিযোগ ছড়াচ্ছেন, যা কর্মসূচির স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে।ইরান আরও অভিযোগ করেছে, আইএইএ প্রধান সংস্থার তথ্যের গোপনীয়তা নীতি লঙ্ঘন করে আন্তর্জাতিক গণমাধ্যমে ভিত্তিহীন দাবি তুলে ধরে ইরানের বিরুদ্ধে একতরফা মনোভাব দেখাচ্ছেন। উল্লেখ্য, আইএইএ'র মূল দায়িত্ব হচ্ছে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা এবং কোনো দেশ তা অস্ত্র তৈরিতে ব্যবহার করছে কি না, তা নিরীক্ষা...