‘বাড়ির কাছে আরশী নগর, আমি একদিনও না দেখিলাম তারে’–এই পঙ্ক্তিটি যখন ফরিদা পারভীনের কণ্ঠে ধ্বনিত হতো, তখন সেটা শুধু সুর নয়, ছিল আত্মার এক নিঃশব্দ আকুলতা। লালনের সহজিয়া দর্শনকে হৃদয়ে ধারণ করে যিনি সারা জীবন গেয়েছেন বাউলের গান, যিনি সংগীতকে ধর্ম কিংবা আনুষ্ঠানিকতার বাইরে নিয়ে গিয়েছেন চেতনার গভীরে, সেই অনন্য সাধিকা আজ আর নেই। বাংলা লোকসংগীতের এক নক্ষত্রের পতন ঘটল ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর রাত ১০.২৫টায়। শরতের বাতাসে মিলিয়ে গেল এক কিংবদন্তি কণ্ঠ, যাঁর প্রতিটি গানে ছিল দর্শনের ব্যঞ্জনা, অন্তরের ধ্বনি। শিল্পী ফরিদা পারভীন যে কেবল গেয়েছেন তা-ই নয়–তিনি নিজেই হয়ে উঠেছিলেন গান। গানের ভেতরে বাস করতেন, দর্শনের ভেতরে লুকিয়ে রাখতেন আত্মার আত্মীয়তা। আর সেই আত্মার সাধনাই থেমে গেছে এক অনির্বচনীয় নীরবতায়। তিনি শুধু একজন সংগীতশিল্পী ছিলেন না, ছিলেন বাংলার...