এবার নতুন রূপে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহিকে। দীর্ঘদিন নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী এবার হাজির হচ্ছেন ভিন্ন এক রূপে। দীপ্ত টিভির আসন্ন সিরিজ ‘খুশবু’-তে তিনি ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিতলি মির্জা চরিত্রে অভিনয় করছেন। যেখানে একটি আইটেম গানের শুটিংয়ে অংশ নিতে দেখা যাবে তাকে।গানের শুটিংয়ে সামিরা খান মাহি। ছবি : সংগৃহীতমাহির এই চরিত্র শুধু গ্ল্যামারেই আবদ্ধ নয়; বরং গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর জীবনসংগ্রামের সঙ্গে মিশে থাকবে সিনেমার আড়ালের গল্পও। এ নিয়ে পরিচালক সাজ্জাদ সুমন জানান, সিরিজটিতে গার্মেন্টসকর্মীদের অজানা জীবনের পাশাপাশি সিনেমার মানুষের অন্দরমহলের কথাও উঠে আসবে।গানের শুটিংয়ে সামিরা খান মাহি। ছবি : সংগৃহীতসিরিজে মাহির সঙ্গে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মমসহ আরও...