নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে কার না ভালো লাগে। কিন্তু সৌন্দর্য বিষয়টি নিয়ে নিবিড়ভাবে ভাবতে শিখতে বলছেন মেকআপ আর্টিস্টরা। নিজের ভেতরের ব্যক্তিত্বই চেহারায় ফুটিয়ে তুলতে পারাটা এসময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের দেশে ফর্সাকে সুন্দর ভাবার সামাজিক বাস্তবতা মাথায় রেখে মেকআপ করার প্রবণতা বেশি। যারা ত্বক নিয়ে কাজ করেন তারা বলছেন, কোনোভাবেই নিয়মিত মেকআপ করা ঠিক না। এতে ত্বক খুব রুক্ষ হয়ে যায়। অতিরিক্ত মেকআপ এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়ে তারা বলছেন, ত্বকের সঙ্গে মানানসই ও ভালো মানের প্রসাধনী ব্যবহার করতে হবে। আর নিয়মিত মেকআপ করার চেয়ে, যখনই মেকআপ করবেন সেটি মনোযোগ দিয়ে ধাপে ধাপে তোলার বিষয়ে মনোযোগী হতে হবে বেশি। মেকআপ করার অনুষঙ্গ ফাউন্ডেশন বা হেভি মেকআপ লোমকূপ বন্ধ করে ব্রণ/ব্ল্যাকহেড তৈরি করতে পারে। ফলে ত্বকে সবসময় এধরনের কেমিক্যালের লেয়ার থাকলে ত্বক...