২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন, ধর্ষণ ও গণহত্যা চালায় মিয়ানমারের সেনাবাহিনী। ওই সহিংসতার সময় মোহাম্মদ এবং তার মেয়ে আসমা ভারতে পালিয়ে আশ্রয় নেন। সেখানে তিনি ময়লা সংগ্রহের কাজ খুঁজে পান এবং আসমা রাজধানী নয়াদিল্লির ধুলোময় পাড়ায় স্কুলে যাওয়া শুরু করে। আসমার বয়স এখন ২০ বছর। গত মে মাসে তার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের কয়েকদিন আগে আসমা এবং শহরে বসবাসকারী আরো ৩৯ জন রোহিঙ্গা শরণার্থীকে ভারতীয় কর্তৃপক্ষ ডেকে পাঠায়। কর্তৃপক্ষ জানায়, তাদের নতুন পরিচয়পত্রের জন্য বায়োমেট্রিক তথ্য নেওয়া হবে। তারপর থেকে নিখোঁজ হয়ে যায় আসমা ও ৩৯ জন রোহিঙ্গা। তিন দিন পর, এক হাজার মাইলেরও বেশি দূরে একটি ফোন ধার করে আসমার সঙ্গী অন্য রোহিঙ্গারা তাদের স্বজনদের কাছে তাদের অস্তিত্বের কথা জানায়। তখন প্রকাশ পায় তাদের ভাগ্যে কী...