প্রথমবারের মতো অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে খেলবে বাংলাদেশ। ভারতে ২৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে প্রস্তুতির জন্য বাংলাদেশ দল মালয়েশিয়াতেও যাচ্ছে। সেখানকার অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে খেলবে চারটি প্রীতি ম্যাচ। আপাতত ডাচ কোচ আইকম্যানের অধীনে মওলানা ভাসাী স্টেডিয়ামে অনুশীলন চলছে। প্রস্তুতির অংশ হিসেবে এই মাসের শেষ সপ্তাহে যাওয়ার কথা মালয়েশিয়াতে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে.কর্নেল(অব:) রিয়াজুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘এই মাসের শেষ সপ্তাহে মালয়েশিয়ার অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে কমপক্ষে চারটি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। আমরা এরই মধ্যে ভিসার জন্য আবেদন করেছি। বিশ্বকাপের আগে চাইছি যেন দলের প্রস্তুতিটা ভালো হয়।’ ডাচ কোচের অধীনে মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রতিদিন দুই বেলা করে অনুশীলন চলছে। প্রাথমিক দল থেকে এখন ২৬ জন নিয়ে হচ্ছে প্রস্তুতি।মালয়েশিয়া থেকে এসে অক্টোবরের শেষ দিকে ইউরোপে দল পাঠানোর পরিকল্পনা রয়েছে ফেডারেশনের।...