নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ চীনা দূতাবাস বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা আবেদনপ্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস ভিসা আবেদনকারীদের জন্য বিস্তারিত নির্দেশনা দিয়েছে, যাতে তারা সহজ, দক্ষ ও সঠিকভাবে ভিসা আবেদন সম্পন্ন করতে পারেন। নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। ফরম জমা দেওয়ার পর অনলাইনে প্রাথমিক পর্যালোচনা করা হবে। ‘সংশোধন প্রয়োজন’: ভুল সংশোধন করে আবার জমা দিতে হবে। ‘পরিপূরক নথি প্রয়োজন’: অতিরিক্ত কাগজপত্র দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। ‘অনলাইন পর্যালোচনা সম্পন্ন’: মানে আবেদন প্রাথমিকভাবে অনুমোদিত। কিছু ক্ষেত্রে ভিডিও সাক্ষাৎকারে অংশ নেওয়ার জন্য তারিখ নির্ধারণ করে দেওয়া হবে। নির্ধারিত দিনে দূতাবাসে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে হবে। আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দেওয়া লাগতে পারে (যদি প্রযোজ্য হয়)। নিচের প্রার্থীরা আঙুলের ছাপ দেওয়া থেকে অব্যাহতি পাবেন: গত ৫ বছরের...