ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেছেন, তিনি ভগবান শিবের ভক্ত এবং বিরোধীদের কটূক্তিকে বিষ হিসেবে গ্রহণ করেও তা সহ্য করবেন। রোববার আসামের দারাং জেলায় এক সমাবেশে মোদি বলেন, "জনগণই আমার প্রভু ও রিমোট কন্ট্রোল।" কটূক্তির জেরে নিজের ও প্রয়াত মা হীরাবেনকে নিয়ে বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "আমি শিবের ভক্ত, তাই বিষ গিলেও মধুর মতো হজম করে নেব।"বর্তমানে উত্তরপূর্বাঞ্চলের তিন রাজ্য—মণিপুর, আসাম ও বিহারে রাষ্ট্রীয় সফরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি। আসামের সমাবেশে তিনি কয়েকটি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন।সমাবেশে মোদি বলেন, ‘‘আমি জানি, কংগ্রেসের পুরো ইকোসিস্টেম আমাকে নিশানা করবে এবং বলবে, মোদি আবারও কাঁদছে। জনগণই আমার ভগবান। যদি আমি তাদের সামনে আমার কষ্টের কথা না বলি, তবে কোথায় বলব? তারাই আমার প্রভু, আমার দেবতা এবং আমার রিমোট কন্ট্রোল।...