নতুন প্রজন্মের (জেন জি) বিক্ষোভকারীদের সহিংস প্রতিবাদের মুখে উত্তরসূরী ক্ষমতাচ্যুত হওয়ার পর নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি দেশ থেকে দুর্নীতি নির্মূলের প্রত্যয় প্রকাশ করেছেন। নেপালের ৭৩ বছর বয়সী এই সাবেক প্রধান বিচারপতি ক্ষমতায় এসে ইতোমধ্যে আগামী ছয় মাসের মধ্যে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এই অন্তর্বর্তী সময়ে সুশীলা কার্কির কাঁধে এখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে আনার পাশাপাশি বিক্ষুব্ধ জনতার প্রধান দাবি ‘দুর্নীতিমুক্ত ভবিষ্যতের’ পথ তৈরি করার কঠিন দায়িত্ব। খবর এএফপির। নেপালের দীর্ঘদিনের অর্থনৈতিক দুরাবস্থায় বিরক্ত সাধারণ মানুষ গত সোমবার দেশজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষেধাজ্ঞার কারণে ঘর ছেড়ে বেরিয়ে আসে রাজপথে। বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে রাজধানী কাঠমান্ডুসহ আশপাশের এলাকায়। নতুন প্রজন্মের ক্ষুব্ধ জনতা দেশের পার্লামেন্ট ভবনসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সরকারি ভবনে আগুন জ্বালিয়ে দেয়। জনরোষকে নিয়ন্ত্রণে আনতে পদত্যাগ করে কেপি...