এশিয়া কাপে ভারত-পাকিস্তানের রোমাঞ্চকর লড়াইটা মাঠে গড়াচ্ছে আজ রোববার (১৪ সেপ্টেম্বর)। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে ম্যাচটিকে ঘিরে ছিল অনিশ্চয়তা। সেটি যেহেতু কেটে গেছে, তাই এবার মাঠের লড়াইয়েই মন সবার। এবার লড়াইটা পুরনো গল্পে নতুন মোড়। সময় বদলেছে, গল্পেও এসেছে নতুন অধ্যায়। পুরনো তারকারা নেই—কোহলি, রোহিত, বাবর, রিজওয়ান সবাই এবার দর্শক। রোহিত-কোহলি অবসর নিয়েছেন ভারতীয় দল থেকে। আর বাবর-রিজওয়ানের জায়গা হয়নি তরুণদের এই দলে। তাদের জায়গা নিচ্ছেন নতুনরা—অভিষেক শর্মা, সাইম আইয়ুব, সালমান আগা, শুভমান গিলরা। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) রোমাঞ্চকর লড়াইয়ে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময রাত সাড়ে ৮ টায়। টপ অর্ডারে ভারতের ওপেনিংয়ে দেখা যাবে অভিষেক শর্মা ও শুভমান গিলকে। বহুদিন পর টি-টোয়েন্টি সংস্করণে ফিরছেন গিল। ওয়ান ডাউনে দেখা যেতে...