লা লিগার রেফারিং নিয়ে অনেক আগে থেকেই বিরক্ত রেয়াল মাদ্রিদ। বিষয়টি নিয়ে গত মৌসুমে লিগ কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি দ্বন্দ্বেও জড়িয়ে পড়েছিল ক্লাবটি। রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে তাদের সবশেষ ম্যাচে রেফারি জিল মানজানোর আরেকটি বিতর্কিত সিদ্ধান্ত সেই পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। প্রতিপক্ষের মাঠে শনিবার ২-১ গোলে জিতে এবারের লা লিগায় শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে রেয়াল মাদ্রিদ। ম্যাচের দুটি গোলই তারা করে প্রথমার্ধে। দ্বাদশ মিনিটে কিলিয়ান এমবাপে দলকে এগিয়ে নেওয়ার পর, ৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্দা গিলের। দ্বিতীয়ার্ধে মিকেল ওইয়ারসাবাল ব্যবধান কমালেও সফরকারীদের জয়ের পথে বাধা হতে পারেনি তারা। রেয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত টানা চতুর্থ ম্যাচ জিতলেও, ম্যাচে শেষ এক ঘণ্টার চ্যালেঞ্জ তাদের জন্য খুব কঠিন ছিল। এর অন্যতম কারণ ৩২তম মিনিটে ডিন হাউসেন লাল কার্ড দেখায়, বাকিটা সময়...