বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়া চলাকালে ব্যারেন্ট সাগরের এক লক্ষ্যস্থলে একটি জাইরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে রাশিয়া জানিয়েছে। রোববার দেশটি জানায়, এ মহড়ায় তাদের সুখোই এসইউ-৩৪ সুপারসনিক যুদ্ধ-বোমারু বিমানগুলোও লক্ষ্যস্থলে আঘাত হেনেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ায় অথবা প্রতিবেশী বেলারুশে কোনো হামলার ক্ষেত্রে কমান্ড ও সমন্বয় উন্নয়েনের লক্ষ্যে ১২ সেপ্টেম্বর থেকে বেলারুশের সঙ্গে ‘জাপাড’ বা ‘পশ্চিম’ নামের যৌথ কৌশলগত অনুশীলন করেছে রাশিয়া। মস্কো ও মিনস্ক জানিয়েছে, এইসব অনুশীলন পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং কোনো নেটো সদস্যের ওপর হামলা চালানোর কোনো উদ্দেশ্য তাদের নেই। কিন্তু ৯ ও ১০ সেপ্টেম্বর আরেক প্রতিবেশী দেশ নেটো সদস্য পোল্যান্ডে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটটি ‘ইস্টার্ন সেন্ট্রি’ নামের সামরিক মহড়ার ঘোষণা দেয়। রয়টার্স জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই জাইরকন...