ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রার্থিতা করেছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান। তবে নির্বাচনে তার কপালে জুটেছে মাত্র ১ ভোট। রাকিবুল গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি নিজেকে ভোট দেননি। তার ভোট পেয়েছেন অন্য এক ভিপি প্রার্থী। রাকিবুলের এক ভোট এসেছে রোকেয়া হল থেকে। সেই ভোটদাতাকে এখন খুঁজে বেড়াচ্ছেন তিনি। আরও পড়ুনআরও পড়ুনডাকসুর নারী বিজয়ীদের কটাক্ষ করা ব্র্যাক গবেষকের বিরুদ্ধে অভিযোগ সেই ভোটারকে খুঁজতে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে উল্লেখ করেছেন, খুঁজে পেলে সেই নারী ভোটারকে বিয়ে করতে চান, যদিও তার খোঁজ এখনো তিনি পাননি। ভিপি প্রার্থী হিসেবে শুধু রাকিবুল হাসান নয়, ১টি করে ভোট পেয়েছেন আরো দুজন প্রার্থী। তারা হলেন, মো. সুজন হোসেন ও রাসেল হক। এ ছাড়া মাত্র ২টি করে ভোট পেয়েছেন মো. নাসিম উদ্দিন, মো....