ওপারে পাড়ি জমিয়েছেন বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন। কিডনি জটিলতায় দীর্ঘদিন লড়াইয়ের পর গতকাল শনিবার রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ রোববার দুপুরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ নেওয়া হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। ভক্ত, অনুরাগী ও শিল্পীসমাজের ভালোবাসায় ফুলেল শ্রদ্ধায় সিক্ত হন তিনি। এ সময় উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা দেশে না থাকায় ভিডিওকলে যুক্ত হয়ে শ্রদ্ধা জানান। চোখ ভিজে ওঠে তাঁর, প্রিয় সহকর্মীকে হারানোর বেদনা জানিয়ে পরিবারের প্রতিও সমবেদনা প্রকাশ করেন। শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে কুষ্টিয়ায় নেওয়া হচ্ছে ফরিদা পারভীনের মরদেহ। লালন সাঁইয়ের টানে, বাবা-মায়ের কবরের পাশেই...