জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান অনুষ্ঠানে বলেন, ‘নতুন সফটওয়্যারের মাধ্যমে করদাতাদের দৌড়াদৌড়ি কমে আসবে। ঘরে বসেই সহজে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে।’ তিনি জানান, আগামী বছর থেকে করপোরেট কর রিটার্ন অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক করা হবে। সিস্টেম থেকেই স্বয়ংক্রিয়ভাবে হিসাব বের হবে, ফলে তথ্যভ্রান্তির সুযোগ থাকবে না। একইসঙ্গে অডিট বা নিরীক্ষা প্রক্রিয়াও সফটওয়্যার-ভিত্তিকভাবে সম্পন্ন হবে। প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ কর আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আপনারা সরকারকে অন্ধকারে রাখবেন না। সেবা ভালোভাবে দিয়ে সম্মানী নিলে সমস্যা...