দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা এই রাস্তা বৃষ্টির পানিতে ডুবে গিয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এতে শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকির শঙ্কায় ছিলেন। সম্প্রতি এ বিষয়ে দৈনিক আমার সংবাদ ও গোবিপ্রবি প্রেসক্লাবে সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়। বর্তমানে সংস্কার কাজে শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন। শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে তাদের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। তবে তারা প্রত্যাশা করছেন, শুধু অস্থায়ী সংস্কার নয়, স্থায়ী সমাধানের মাধ্যমে টেকসই সড়কব্যবস্থা গড়ে তুলবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের...