ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস, এজিএসসহ অধিকাংশ পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। তবে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা ছিল সবচেয়ে বেশি—মোট ৪৫ জন প্রার্থী। এর মধ্যে প্রায় অর্ধেকই পেয়েছেন ১০ ভোটের কম। কারও প্রাপ্ত ভোট ১, কারও ২ কিংবা ৩। ভিপি পদে মাত্র একটি ভোট পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান। মজার ব্যাপার হলো, নিজের জন্য তিনি নিজে ভোট দেননি। তার ভোট দিয়েছেন আরেকজন প্রার্থীকে। ফলে যে একমাত্র ভোট তিনি পেয়েছেন, সেটি এসেছে বেগম রোকেয়া হল থেকে। এই ভোটারকে খুঁজতে ইতোমধ্যে ফেসবুকে পোস্ট দিয়েছেন রাকিবুল। মজা করেই জানিয়েছেন—যদি সেই নারী ভোটারের খোঁজ পান, তবে তাকে বিয়েও করতে রাজি আছেন। তবে এখনো তিনি ভোটারের পরিচয় পাননি। রাকিবুলের মতো আরও দুজন ভিপি প্রার্থী মাত্র একটি করে ভোট পেয়েছেন—মো....